আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন সভাপতিত্ব করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে আলোচনা করা হয় বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে জন-জীবনের নিরাপত্তা, পরিবহন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, চুরি-ডাকাতি, মাদক প্রতিরোধ, গ্রাম আদালত ব্যবস্থাপনা, মানুষের সার্বিক নিরাপত্তা এবং বাজারের খাদ্য পণ্যের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং যানজট নিরসনে করণীয় বিষয়গুলোর উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. কামরুল হাসান, সরাইল থানার তদন্ত কর্মকর্তা মো. আসাদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়েতের সেক্রেটারি এনাম খা, সুকের পরিচালক মো. মমিন মিয়া, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউসার মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুর আলী, উপজেলা শিক্ষা অফিসার শাহরীন সুলতানা, সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ তফসির আহমেদ, ছাত্র প্রতিনিধি মো. আলামিন, রিয়াদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সকলের মতামত ও আলোচনা সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন সার্বিক বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।