আসন্ন রমজান, বরিশালে সাংবাদিকদের মতামত শুনে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
আসন্ন রমজান, বরিশালে সাংবাদিকদের মতামত শুনে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদরদপ্তরে সাংবাদিকবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।


সভায় কমিশনার বলেন, আসন্ন রমজান মাসে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত চেকপোস্ট, ফুট পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং বৃদ্ধি করা হবে। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানজট নিরসনেও বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্যও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, রমজান উপলক্ষে মার্কেটগুলোর সিসিটিভি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।


এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। এছাড়া, সাংবাদিকরা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ কমিশনারকে উপস্থাপন করেন।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।