জালে উঠল ২৫ কেজির বাগাড়, বিক্রি ৩২ হাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই সেপ্টেম্বর ২০২২ ০৬:০০ অপরাহ্ন
জালে উঠল ২৫ কেজির বাগাড়, বিক্রি ৩২ হাজারে

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর অদূরে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাফরগঞ্জের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়েছে।


জেলে সোনাই হালদার জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সকালে জাল টেনে তুলতেই দেখতে পায় বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকাল ৮ টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের আনো খার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।


দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সোনাই হালদার বলেন, সকালে আনো খার আড়ত থেকে ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি উন্মক্ত নিলামে ১৩শ টাকা প্রতি কেজি দরে মোট ৩২ হাজার ৫শত টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে পন্টুনের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য বি়ভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।মাছটি প্রতি কেজি ১৪শত টাকা হলে বিক্রি করব বলে জানান তিনি।