আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ১০ই সেপ্টেম্বর ২০২২ ১০:২৮ অপরাহ্ন
আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(১০সেপ্টেম্বর)সকালে সমসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগ সভাপতি আজিজ মন্ডল। অনুষ্ঠানে বিশা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কৃষক কৃষি পণ্যের নায্য মূল্য পাচ্ছেন।


আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সার-তেলের সংকট হয়না। বিএনপি সরকারের মত কাউকে  সারের জন্য  গুলি খেয়ে মরতে হয়নি। কৃষক যেনো এক ছটাক জমি অযথা ফেলে নারাখে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। এসময় বিএনপি-জামাত জোট নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি। 


সম্মেলনে বিশা ইউপি কৃষক লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম প্রধান বক্তার বক্তব্য রাখেন । এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম,


কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহাজামাল, দপ্তর সম্পাদক আক্তার আলী, বিশা ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ আ’লীগ পরিবারের সদস্য বক্তব্য রাখেন। পরে তরিকুল ইসলাম ফটিককে সভাপতি ফিরোজ আহম্মেদকে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।