ভূঞাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২৭শে জুন ২০২২ ০৪:১৯ অপরাহ্ন
ভূঞাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।


কর্মশালায় মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ—পরিচালক বিপ্লব কুমার মোদক। অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, স্কাউট, গালর্স গাইড ও বিএনসিসির সদস্যরা।