নির্বাচনে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: শনিবার ২৫শে সেপ্টেম্বর ২০২১ ০৯:১২ অপরাহ্ন
নির্বাচনে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, এখনই সতর্ক হোন এবং জনগণের সেবায় এগিয়ে আসুন, ফলে একদিকে যেমন বান্দরবান উন্নত হবে তেমনি এর সুফল পাবে জনগণ। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী ও দক্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।


মন্ত্রী আজ বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


এ সময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামকে মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিলেন, এজন্য তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠণ করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


তিনি আরো বলেন, কিছু লোক পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন চায় না, তারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা ষডযন্ত্র করতে চায়। তাদের এ প্রচেষ্টা কোনোদিন সফল হবে না। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী।


এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহসভাপতি ম ক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহাইমং মারমাসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।