ইফতার তৈরি নিয়ে দু বোনের ঝগড়া, ছোট বোনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২০শে এপ্রিল ২০২১ ০৪:৫৭ অপরাহ্ন
ইফতার তৈরি নিয়ে দু বোনের ঝগড়া, ছোট বোনের আত্মহত্যা

ইফতার তৈরি নিয়ে দুই বোনের কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রবাদ এলাকার দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শারমিন আক্তারের বাবার নাম মো. শাহাজাহান।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা রুহুল আমিন মোল্লা জানান, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে শারমিনের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অজান্তে শারমিন ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।  


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করা এক তরুণীকে রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত হয়েছে বলে জানান  হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।


#ইনিউজ৭১/জিয়া/২০২১