
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৯

মানুষের দ্বারা যে গোনাহ সংঘটিত হয় তা দুইভাগে বিভক্ত। যার কিছু কবিরা গোনাহ বা বড় গোনাহ। আর কিছু সগিরা গোনাহ বা ছোট গোনাহ। এ সব গোনাহ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। না জানার কারণে অনেকেই বড় বড় গোনাহ করে বসে। মানুষের অন্তরের সঙ্গে সম্পর্কিত অনেক বড় গোনাহের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আর তাহলো-
- কুফর : আল্লাহকে অস্বীকার করা;
>> কুফর : আল্লাহকে অস্বীকার করা

ইনিউজ ৭১/এম.আর