রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. আজিজুল ইসলাম মন্ডলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো. আমজাদ মন্ডলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাকে ৯ মে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে সোহরাব মন্ডল পাড়া এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।