প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:৫৪
আজ রোববার দেশজুড়ে বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করছে শুভ বুদ্ধপূর্ণিমা, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এবং বিশ্বের বৌদ্ধদের কাছে এক মহিমান্বিত দিন। রাজধানীসহ দেশের প্রায় পাঁচ হাজার বিহারে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বুদ্ধপূজা, শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন ও সমবেত প্রার্থনার মাধ্যমে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের জানিয়েছেন, প্রায় ২০ লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী এই উৎসবকে কেন্দ্র করে তাদের আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলেন। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আয়োজন করা হয়েছে দিনব্যাপী কর্মসূচির, যার মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা ‘ভেসাক ডে’ বা ‘বৈশাখ দিবস’ নামেও পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। এই তিন ঘটনাই বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধদের জন্য গভীরভাবে তাৎপর্যময় করে তোলে।
ভগবান বুদ্ধের অহিংস বাণী ‘সকল প্রাণী সুখী হোক’ আজকের হিংসা ও বিভেদের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, সিদ্ধার্থ থেকে আলোকপ্রাপ্ত হয়ে পরিণত হন বুদ্ধে, যিনি মানুষের দুঃখ মোচনে জীবনের আদর্শ দেখিয়েছেন। তাঁর শিক্ষা আজো বিশ্বের অসংখ্য মানুষকে পথ দেখায়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি সকলের মধ্যে বোঝাপড়া, করুণা এবং সম্প্রীতির আলো ছড়ানোর আহ্বান জানান। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এক যৌথ বিবৃতিতে বলেন, বুদ্ধের বাণী মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে পারে। অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গঠনে বুদ্ধের দর্শন আমাদের প্রেরণা হতে পারে। তাঁরা বুদ্ধপূর্ণিমার মূল চেতনা জাতীয় জীবনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. ইউনূস ও অন্যান্য অতিথিরা। গুলশানে বিএনপির কার্যালয়েও এক মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। তিনি শান্তির বার্তা নিয়ে দেশের সকল সম্প্রদায়ের ঐক্য কামনা করেন।
আপনি চাইলে এই সংবাদের জন্য হ্যাশট্যাগ ও মেটা কি-ওয়ার্ডও আলাদা করে দিতে পারি, দিতে হবে?