প্রকাশ: ১১ মে ২০২৫, ০:৫১
ভারতে শনিবার চালানো এক অভিযানে ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। একইসঙ্গে ভারতের রাজধানী দিল্লিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশে ডজনখানেক সশস্ত্র পাকিস্তানি ড্রোন টহল দিয়েছে বলেও জানানো হয়।
এই দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন। তবে ভারত এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এবং স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।
চৌধুরী বলেন, “ভারতের নিন্দনীয় সামরিক আগ্রাসন ও আমাদের সাধারণ নাগরিকদের নির্মম হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান প্রতিশোধ ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। আজ আমরা তা বাস্তবায়ন করেছি।”
তিনি আরও জানান, সংঘর্ষে নিহত পাকিস্তানিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, আহতদের জন্য শুভকামনা পাঠানো হয়েছে এবং দেশজুড়ে তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানানো হয়েছে যারা “তথ্য ও সাইবার যুদ্ধে ফ্রন্টলাইন সৈনিক হিসেবে ভূমিকা রেখেছে।”
পাকিস্তানের প্রতিক্রিয়াকে চৌধুরী বর্ণনা করেন “একটি পাঠ্যপুস্তকসম উদাহরণ” হিসেবে, যেখানে রয়েছে “তাৎক্ষণিক পরিস্থিতি বিশ্লেষণ, নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধের সক্ষমতা এবং সুসমন্বিত বহুমাত্রিক অভিযান।”
এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা দক্ষিণ এশিয়ায় এভাবে যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।