সারা দেশের সব মসজিদে এক সময়, দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের বিভ্রান্তি দূরীকরণ ও সুশৃঙ্খলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম ও বরকতময় দিন। এ দিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বিশেষ রহমত। এ দিনটিকে কেন্দ্র করে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন— ‘হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা-কেনা বন্ধ কর।’ (সুরা জুমা, আয়াত: ৯)।”
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে বিভিন্ন এলাকায় মসজিদভেদে ভিন্ন ভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কারও কারও মসজিদে জুমা শুরু হয় দুপুর ১টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটেও। এই সময়ের পার্থক্যের কারণে পথচারী ও সফররত মুসল্লিরা সমস্যার মুখে পড়েন, অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন, কোথায় কখন নামাজ শুরু হবে তা নিশ্চিত হতে না পারায়।
এ প্রেক্ষিতে এ সমস্যা সমাধানে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে একযোগে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের নির্দেশ জারি করেছে।
চিঠিতে বিভাগ ও জেলায় অবস্থিত সব মসজিদ কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এক সময় নির্ধারণের ফলে মুসল্লিদের মধ্যে সমন্বয় বাড়বে এবং ধর্মীয় পরিবেশে শৃঙ্খলা আরও সুসংহত হবে।