প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৫
যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের শীর্ষ ওলিয়ে কামিল, প্রখ্যাত বুযুর্গ ও আনজুমানে আল-ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর পঞ্চম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী এবং কোরআন তিলাওয়াত করেন ছোট
ছাহেবজাদা ক্বারী মহবুবুর রহমান চৌধুরী। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, পীর-মাশায়িখ ও মুরীদীনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আল্লামা দুবাগী ছাহেবের জীবনের বর্ণাঢ্য অবদান তুলে ধরে বলেন, তিনি কুরআন-সুন্নাহর প্রকৃত ব্যাখ্যা দিয়ে ইসলামী মূল্যবোধ ও সমাজসচেতনতা গঠনে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন ইসলামী চিন্তা, মারেফত ও খেদমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
যুক্তরাজ্যে ইসলাম প্রচারে তাঁর অবদান অনস্বীকার্য, বিশেষত ১৯৭৮ সালে লেস্টারে দারুস সালাম মসজিদ স্থাপন এবং দারুল কেরাত চালুর মাধ্যমে মছলকের ভিত্তি স্থাপন করেন তিনি। সেই সময় থেকেই আল্লামা দুবাগী ছাহেব ফুলতলী মছলকের মূল সংগঠক ও নেতৃত্বদাতা হিসেবে পরিচিত হন। এই মাহফিলে বক্তৃতা দেন মিনহাজুল কোরআনের আল্লামা সাদিক কোরেশী, শের আহমদ বারকাতি, হবিবুর রহমান চাতকীসহ ইউকে
ওলামা সোসাইটি ও আল-ইসলাহর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা বলেন, আল্লামা দুবাগী ছাহেব ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, যিনি দুনিয়াবি ও আখিরাতের কল্যাণের দিশা দিয়েছেন তাঁর মুরিদদের। মাহফিল শেষে মিলাদ ও মোনাজাতে তাঁর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত হাজারো মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁর প্রতি
গভীর শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণ করেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এই অনুষ্ঠান ছিল স্মরণীয়, হৃদয়ছোঁয়া এবং ইসলামী ঐক্য ও ভালবাসার এক অনন্য নিদর্শন।