প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩০
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৩ জুলাই, বুধবার সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।