খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল জানিয়েছেন, উপজেলার মুসলিম পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে শনিবার রাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম নাঈম আল সুলতান ও মো. ইউসুফ (কালা)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ আটটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের গ্রেপ্তারের পর পুলিশ আরও জানায়, গত ৪ মার্চ রাতে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলাম নামক এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
এ ঘটনায় মঞ্জুর বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়ে উঠে এবং এক পর্যায়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, চাপাতি, হাসুয়া জব্দ করা হয়েছে। এছাড়া ডাকাতি হওয়া মালামালের মধ্যে চারটি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এমন একটি অভিযানে সফলতার জন্য স্থানীয় জনগণ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন, পুলিশ না থাকলে এ ধরনের ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারতো। এলাকাবাসীরা জানান, পুলিশ দ্রুত কার্যক্রম চালানোর ফলে তারা এখন আরও নিরাপদ বোধ করছেন এবং আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।