
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১৬:১৩
বর্তমান সময়ে যোগাযোগ রক্ষার অন্যতম উপয় মোবাইল ফোন। তারবিহীন এ ফোন এখন মানুষের হাতে হাতে। পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা, পড়ালেখাসহ বিভিন্ন তথ্য মোবাইল ফোনের মাধ্যমেই আদান-প্রদান করা হয়। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য রয়েছে বেশ কিছু আদব-কানুন। যা মেনে চলা আবশ্যক।
তথ্য প্রযুক্তির এ যুগে মোবাইল ফোন মানুষকে যেমন দিয়েছে অনেক উপকার তেমনি এর ব্যবহারে অনেক অসুবিধাও রয়েছে। মোবাইল ফোনের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট। তাই মানুষ এ মোবাইল ফোনেই মেইল, ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে। নানা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করে থাকে। মোবাইল ফোন যেন কারও ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সে বিষয়গুলো মাথায় রাখা প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য আবশ্যক। মোবাইল ফোন ব্যবহারে যে আদব করা রক্ষা করা জরুরি, তাহলো-
>> নামাজে একাগ্রতার বিঘ্ন না ঘটানো
>> ঘুমের সময় ফোন না দেয়া
>> বিরতিহীন কল না দেয়া

প্রয়োজন বেশি হলে সময় নিয়ে সর্বোচ্চ ২/৩ বার ফোন দেয়া অথবা ম্যাসেজের মাধ্যমে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ। নতুবা পরে যোগাযোগের চেষ্টা করা।
>> ‘হ্যালো’ বলে কথা শুরু না করা
>> যে সময় সংযোগ বিচ্ছিন করা ঠিক নয়
>> পরিচয় দেয়া
>> অসংযত কথা না বলা
>> মিথ্যা তথ্য না দেয়া

>> ফ্রি মিনিটের অহেতুক ব্যবহার
>> অনুমতি নিয়ে কথা বলা
>> উচ্চ আওয়াজে কথা না বলা
আবার নিজেদের একান্ত প্রয়োজনীয় কথাগুলো অন্য কেউ শুনলে তা যেমন দৃষ্টিকটু। আবার ক্ষতির সম্ভাবনাও বেশি। এ জাতীয় স্থানগুলোতে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়া জরুরি।
>> কাজের সময় কথা না বলা
>> মোবাইল সাইলেন্ট বা ভ্রাইব্রেশন না করা
>> প্রয়োজন যার, কল হবে তার
উল্লেখিত বিষয়গুলো শুধু নীতিবাক্যই নয় বরং ধর্মীয় দৃষ্টিকোন থেকেও এ বিষয়ে রয়েছে বিধি-নিষেধ। যা মেনে চলা মানুষের জন্য ইবাদতও বটে।
ইনিউজ ৭১/এম.আর