প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ১৫:৩৬
একটি দোয়ায় কোটি কোটি গুণ সাওয়াব পাবেন মুমিন! অবাক হওয়ার কথা নয়, বরং এটি বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসে নির্দেশনায় প্রমাণিত। ছোট্ট ও সহজ একটি কুরআনি দোয়া। দোয়াটি সম্পর্কে হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে, তাহলে প্রত্যেক মুসলিমের (নারী-পুরুষের হিসেবে) জন্য একটি করে সাওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন।’ (তাবারানি)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ : ‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’
অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে আপনি সেইদিন ক্ষমা করে দিবেন; যেইদিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা ইবরাহিম : আয়াত ৪১) হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণার আলোকে এ দোয়া সম্পর্কে ইসলামিক স্কলাররা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। যা থেকে এ বিষয়টি প্রমাণিত যে, দোয়াকারী কোটি কোটি গুণ সাওয়াব পাবেন। তাহলো-গভীর চিন্তা করলে দেখা যায়- যে ব্যক্তি মুসলিম নারী ও পুরুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে দোয়াকারী ব্যক্তি সেসব মুমিন নারী-পুরুষের প্রত্যেকের জন্য একটি করে সাওয়াব পাবেন।