ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৬ই মার্চ ২০২৫ ১০:১২ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র উদ্বোধন এবং সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরীতে রোববার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সভার আয়োজন করে।


মুভমেন্ট ফর পাঙ্কচিয়ালিটি কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ক্যাডা) এর একটি প্রকল্প। শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বাড়াতে এই প্রকল্পটি কাজ করছে।


মতবিনিময় সভায় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন, ডা. মো. মাহফুজার রহমান মারুফ, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, সহকারী শিক্ষক রইচ উদ্দিন বাদশা ও মুভমেন্ট ফর পাঙ্কচিয়ালিটির কোর সদস্য মতিয়ার রহমান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 


সভায় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন বলেন, সময়ানুবর্তিতা ছাড়া জীবনের কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব নয়। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের এখনই সময়ানুবর্তিতা সম্পর্কে সচেতন করতে হবে। সভায় তিনি শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। 


এসময় অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।