খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকায় শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আনোয়ার মুন্সির বাড়িতে গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। আনোয়ার মুন্সির স্ত্রী রাহেলা বেগম (৫৫) অভিযোগ করেন, তার স্বামীর পেনশনের টাকা উত্তোলনের খবর পেয়ে দুই নারী মুখে মাস্ক ও বোরকা পরিহিত অবস্থায় তার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়।
আটককৃতরা হলেন, একই এলাকার মোঃ আলাউদ্দিনের স্ত্রী পারুল বেগম (৩৬) এবং গোলাবাড়ি ইউনিয়নের কৈবল্যপীঠ এলাকার মোঃ আইয়ুবের স্ত্রী ও আব্দুল লতিফের মেয়ে মুক্তা আক্তার (২১)।
রাহেলা বেগম জানান, পারুল বেগম তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। শুক্রবার সন্ধ্যায় প্রস্রাব করার কথা বলে পারুল মুক্তাকে সঙ্গে নিয়ে তার ঘরে ঢোকেন। এরপর তারা টয়লেটে যাওয়ার অজুহাতে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে তারা তাকে মাটিতে ফেলে ওড়না দিয়ে হাত-পা এবং মুখ বেঁধে ফেলে। তারা ধারালো ছুরি গলায় ঠেকিয়ে ভয় দেখায় এবং আলমারিতে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া তারা রাহেলার গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়।
ডাকাতির পর তারা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পারুল বেগম ও মুক্তা আক্তারকে আটক করে।
সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের কাছ থেকে ১৮ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ১টি হ্যান্ড গ্লাভস, একটি মাস্ক, ২টি বোরকা, একটি হিজাব ক্যাপ, একটি ওড়না এবং এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়েছে এবং তাদের ৩৯৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।