যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে ইতালিতে ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। রাজধানী রোমের বাংলাদেশীদের প্রাণকেন্দ্র ইতালীর ঐতিহ্যবাহী পিয়াচ্ছা ভিত্তরিও পার্কে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদ উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এখানে ৪টি জামাত পরিচালিত হয়।
বাংলাদেশ দূতাবাসের কর্তাব্যক্তি ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও নামাজে অংশগ্রহন করেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আলি আহাম্মদ ঢালী, আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকসি, ইতালী আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালি, স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারন সম্পাদক ইকবাল ঢালি, পিরোজপুর জেলা সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক সুমন মুজিবুর, যুবনেতা শেক রাশেদ আহমেদ, এছাড়া বৃহত্তর ঢাকা, ফরিদপুর, বরিশাল বিভাগ, নোয়াখলী, বরিশাল জেলা, শরীয়তপুর জেলাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা ঈদের নামাজ আদায় করেন।
এদিকে ধুমকেতু সামাজিক সংগঠনের সহযোগীতায় বাংরাদেশ সমিতি ইতালীর আয়োজনে লার্গো প্রেনেসতে পার্কে, মসজিদে কুবা, তরপিনাত্তারা জামে মসজিদ, তরপিনাত্তারা মুসলিম কালচার সেন্টার (টিএমসি)’র আয়োজনে তরপিনাত্তারাস্থ লার্গো রাফায়েলে পেত্তাসনি (Largo Rafaelle Pettazzoni, তরপিনাত্তারা ভাঙ্গা দেওয়াল সংলগ্ন) মাঠ, পিয়াচ্ছালে প্রেনেসতিনো মক্কি মসজিদ, রেদি রোমা মসজিদ, শেন্ত শেল্লে মসজিদ, এয়র, মালিয়ানা, মন্তেভেরদে, কনকা দি অরো পার্কে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।