
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ২:৩২

পলাশ শীল (মাস্কাট ওমান থেকে): ওমানস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ওমানে নব নিযুক্ত রাষ্ট্র দূত গোলাম সরোয়ার এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। আলোচনায় তারা ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ওমানস্থ প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত গোলাম সরোয়ার নেতৃবৃন্দদের রাষ্ট্র এবং ব্যক্তিগত ভাবে সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমান যুবলীগের আহবায়ক এম তৌহিদুল আলম তৌহিদ, যুগ্ম আহবায়ক ওয়াহেদ আহমেদ রাজন, যুগ্ম আহবায়ক সাদেক হাসান, এবং সদস্য মোহাম্মদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আকবর আলী জয়, মোহাম্মদ ওমর ফারুক।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
