গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাটে সদ্যপ্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কুল মাস্কাট ও ব্রাঞ্চ সমুহের চেয়ারম্যান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাস্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরানখানী ও ফাতেহা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। সকল বোর্ড সদস্য, স্কুলের অধ্যক্ষ ফারজানা করিম, দতাবাসের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বাংলাদেশী কমিউনিটির প্রায় একহাজার ব্যাক্তিবর্গ এই দোয়া মাহফিলে শামিল।
উল্লেখ্য যে বিশ্বের দীর্ঘতম সময়ের সুশাসক ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ গত ১০ জানুয়ারী শুক্রবার ইন্তেকাল করেন। তার সময়কালে ওমান সাড়া বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করা সহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগতভাবে ব্যাপক উন্নতি লাভ করেছে। অনুষ্ঠানে সুলতানের জীবনের উপর একটি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।