বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ শনিবার । ১৯৭১ সালের ২৭ জুলাই পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয় ঢাকায়। তখন ঢাকা ছিল অবরুদ্ধ। পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর। দেশ স্বাধীন হওয়ার পর নানা শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন জয়। সেই হিসেবে আজ তার ৪৮ বছর পূর্ণ হলো। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যার পর মায়ের সঙ্গে বিদেশে চলে যান জয়। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়।
পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে নেন স্নাতকোত্তর ডিগ্রি। মার্কিন নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারকে ২০০২ সালের ২৬ অক্টোবর বিয়ে করেন জয়। তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। তিনি সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে সুইজারল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন দেশবাশীর কাছে জয় ও তার পরিবারের সদস্যের জন্য দোয়া কামনা করেছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।