বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩১শে আগস্ট ২০১৯ ১২:২৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার ' এই প্রতিপাদ্যকে ধারণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত মূল কুশীলবদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন বক্তারা। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা প্রতিষ্ঠিত করার জন্য পিতার ন্যায় প্রয়োজনে নিজেদের জীবন দিতে প্রস্তুত আছে মুক্তিযোদ্ধা প্রজন্মরা জানান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম.জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত। 

আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব এমদাদ হোসেন মতিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল কালাম আজাদ পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসনাইন আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, দক্ষিণের সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, ঢাকা কলেজের সভাপতি আদনান সূর্য, যুগ্ম-আহবায়ক শেখ পূরবী, রুবেল রানা প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর