প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:৭
বিএনপি আবারও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ না ঘোষণা করলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নির্বাচন কর্মসূচি দ্রুত নির্ধারণ করা না হলে বিএনপি পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।
খন্দকার মোশাররফ আরও জানান, জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচন একান্ত প্রয়োজনীয়। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না এবং এতে অনেক প্রশ্ন থেকেই যাবে। সরকারের একতরফা মনোভাব থেকে দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি হয়েছে। নির্বাচন না হলে দেশের গণতন্ত্র সংকটে পড়বে এবং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন খন্দকার মোশাররফ। তিনি জানান, বিএনপি গণমানুষের স্বার্থ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিএনপি সকল রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই নির্বাচন সফল হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির এই নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপির এই চাপ সরকারকেও ভাবতে বাধ্য করবে। সময়মতো রোডম্যাপ ঘোষণা করা এখন অপরিহার্য হয়ে উঠেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে দ্রুত ও সুবিচারমূলক নির্বাচন আয়োজন অত্যাবশ্যক বলে তারা মনে করেন।
বিএনপির এই দাবি ও হুঁশিয়ারি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশক হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সময়ে রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়।