দিনাজপুরের হাকিমপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হোসেনের সঙ্গে হিলি প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বাদ মাগরিব থানার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলমসহ হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব, আইন বিষয়ক সম্পাদক ওয়াসকুরনী, প্রচার সম্পাদক মাহবুব আলম বকুল, দপ্তর সম্পাদক জনি শেখ এবং কার্যকরী সদস্য কৌশিক চৌধুরী।
সভায় সাংবাদিকরা নবাগত ওসিকে হিলি সীমান্ত শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেন নিরীহ ও নিরাপরাধ মানুষ কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে হবে।
ওসি মোঃ নাজমুল হোসেন আশ্বস্ত করে বলেন, “নিরীহ মানুষ কখনো হয়রানির শিকার হবে না, এটা আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। মাদক নির্মূলে পুলিশের কোনো আপোষ নেই।” তিনি আরও বলেন, “হাকিমপুরকে মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসাথে কাজ করলে সব অপরাধ মোকাবেলা করা সম্ভব।”
উল্লেখ্য, তিনি বগুড়া সদর থানা থেকে হাকিমপুরে ওসি হিসেবে যোগদান করেছেন। এর আগেও তিনি হাকিমপুর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।