প্রকাশ: ২১ মে ২০২৫, ২২:৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের উত্তাল হচ্ছে রাজপথ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাম্যের মৃত্যু নিয়ে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় ছাত্রদলের একদল নেতাকর্মী। তাদের অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এবং দায়িত্বহীন আচরণই এই নির্মম হত্যার পেছনে অন্যতম কারণ।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্য হত্যাকাণ্ডে মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
এদিন বিকেলে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বাম ছাত্র সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরাও একযোগে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বলেন, নয় মাসে দুটি হত্যাকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক নয় এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা এটি প্রমাণ করে। স্লোগানে স্লোগানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছেন। তার তিন দফা দাবির মধ্যে রয়েছে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ক্যাম্পাস ও আশপাশে সিসি ক্যামেরা স্থাপন।
ইয়ামিন অভিযোগ করেন, একটি মহল ডাকসু নির্বাচন বন্ধ রাখতে সচেষ্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই স্থবিরতাকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ ঘোষণা না করা হবে ততক্ষণ অনশন চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্যের পিতা ফকরুল আলম বুধবার উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ন্যায়বিচারের দাবিতে তার সন্তোষ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীরা বলছে, শুধু সাক্ষাৎ নয়, দ্রুত বিচার দেখতে চায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।