প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:৩২
আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে আজ আইনের শাসনের বিজয় হয়েছে, তাই আগামী ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন আপাতত স্থগিত করা হলো।
ইশরাক হোসেন জানান, গতকাল বর্তমান সরকারের অধীনে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে যে অবস্থান নেওয়া হয়েছে, সেই দাবির ব্যাপারে তারা অনড় থাকবেন। তিনি বলেন, সরকারকে আমরা ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি ওই দুই উপদেষ্টা পদত্যাগ না করেন, তাহলে আবারও রাজপথে নামা হবে।
তিনি আন্দোলনের কারণে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। ইশরাক বলেন, আমরা ক্ষমা চাইছি, কারণ আন্দোলন মানুষের কষ্টের কারণ হয়েছে। তবে মানুষ একদিন বুঝবে, কেন আমরা এ কর্মসূচি নিয়েছি। আমাদের এই যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি।
আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে জনগণ তাদের অধিকার আদায় করেছে, সেটিকে বড় বিজয় হিসেবে উল্লেখ করেন ইশরাক। তিনি বলেন, আজকের এই বিজয়ের কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং ঢাকাবাসীর। শুধু আমি নই, আজ আপনারা সবাই মেয়র হয়েছেন। এই বিজয় সবার।
তিনি আরও বলেন, আদালতের রায় গণতন্ত্রের পক্ষে একটি বার্তা, যা ভবিষ্যতে রাজনৈতিক সংকট মোকাবেলায় সাহস যোগাবে। এ রায় দেখিয়ে দিয়েছে যে, বিচার ব্যবস্থার ওপর এখনো আস্থা রাখা যায়।
বুধবার সকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা সারারাত সেখানেই কাটান এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন।
এই অবস্থানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, আমাদের এই সংগঠিত প্রচেষ্টা প্রমাণ করেছে যে গণতন্ত্রের জন্য আমরা প্রস্তুত। আদালতের সিদ্ধান্তে নতুন করে আশা ফিরে এসেছে।
শেষে তিনি জানান, সরকারের আচরণ পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন।