প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:৪৮
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রকৌশলী ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার পর তিনি এ মন্তব্য করেন।
ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি গণমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আদালত যে রায় দিয়েছেন তা আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক। এই রায়ের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, জনগণের যে রায় ২০২০ সালের নির্বাচনে প্রকাশ পেয়েছিল, সেটি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের কারণে উপেক্ষিত হয়েছিল। কিন্তু আজকের আদালতের রায় সেই অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, ঢাকাবাসী ও দেশের মানুষ ইশরাক হোসেনকে তাদের মেয়র হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু তৎকালীন সরকারের হস্তক্ষেপে জনগণের সেই রায়কে অস্বীকার করা হয়। এখন আদালতের রায়ে আবার সেই জনগণের ইচ্ছাই প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, এটি নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটি বড় অর্জন। দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে যেভাবে জুলুম করা হয়েছে, এই রায় সেই জুলুমের বিরুদ্ধে আইনের জয় প্রমাণ করলো।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, আদালতের নির্দেশনার পর আর কোনো জটিলতা তৈরি না করে দ্রুত শপথগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, অযথা বিলম্ব না করে অবিলম্বে ইশরাক হোসেনের শপথ কার্যক্রম শুরু করতে হবে। এতে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে এবং পরিস্থিতি সহজ হবে।
শেষে বিএনপি মহাসচিব বলেন, এই রায় শুধু একটি ব্যক্তিকে নয়, গোটা জনগণকে ন্যায়বিচারের আশ্বাস দেয়। এ থেকে বোঝা যায়, দেশের বিচার বিভাগ এখনো জনগণের স্বার্থে ন্যায়ের পক্ষে দাঁড়াতে সক্ষম।