প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:৫৭
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নাগরিক। অভিযোগে বলা হয়েছে, পতিত স্বৈরশাসকের পৃষ্ঠপোষক শওকত হোসেনের নাম ব্যবহার করে ‘হিরণ স্কয়ার’ ও ‘পাবলিক স্কয়ার’ নাম দিয়ে জমি দখলের চেষ্টা করা হয়।