প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২৮
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মধ্যরাতের নিঃশব্দ অন্ধকারে পরিচালিত হয় এক সফল মাদকবিরোধী অভিযান। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতের এই অভিযান পরিচালিত হয় পৌর এলাকার ভিংলাবাড়িতে।
অভিযানটি নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নেহারউন ও দেবীদ্বার থানার এসআই কামরুল। তাদের সঙ্গে ছিলেন এসআই শুভ এবং পুলিশের একটি টিম। দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল, যা অবশেষে যৌথবাহিনীর অভিযানে ধরাশায়ী হয়েছে।
প্রথম অভিযানে দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার হোসেন মিয়ার স্ত্রী শিউলি আক্তারকে তার নিজ ঘর থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ঘরে বসেই মাদক বিক্রি করে আসছিলেন, যা তার প্রতিবেশীরাও জানতেন।
অন্যদিকে, একই এলাকায় দ্বিতীয় অভিযানে আটক হয় তিনজন পুরুষ মাদক কারবারি। তারা হলেন বিল্লাল মিয়ার পুত্র জুয়েল, জয়নাল মিয়ার পুত্র জাকারিয়া এবং লতিফ মিয়ার পুত্র সেলিম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা।
অভিযান পরিচালনাকারীরা জানান, মাদক কারবারিরা ধরা পড়ার সময় পালানোর চেষ্টা করলেও বাহিনীর তৎপরতায় তারা তা পারেনি। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ পূর্বে মাদক মামলায় অভিযুক্ত ছিল বলেও জানা গেছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় এবং পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপ সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে।