প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের প্রস্তুতিতে প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। বুধবার বিকালে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে এবং এটি একটি অবিচারপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষ আচরণ না করে বিএনপির পক্ষ অবলম্বন করছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার বিষয়ে তিনি অভিযোগ করেছেন, যেখানে প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই ধরনের প্রশাসনিক ব্যবস্থা কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হতে পারে না, দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘এধরনের প্রশাসন অধীনে নির্বাচন করা সম্ভব নয়।’’ তিনি মনে করেন যে, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এনসিপি নেতার মতে, যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে, তবে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।