প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪০
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে এবং তার পূর্বশর্ত হচ্ছে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত করা। তিনি স্পষ্ট করে দেন, কোনোভাবেই অতিরিক্ত সময় নেয়া যাবে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।