প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:১৭
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে যখন ‘ছাত্রজনতা’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা দাবি জানান, আওয়ামী লীগকে দ্রুত রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তাদের মতে, এ দলটির কার্যক্রম গণতন্ত্রের পরিপন্থী ও জনস্বার্থবিরোধী। এই দাবিকে ঘিরে উত্তরা এলাকায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা এলাকায় একটি মিছিল করে, যেখানে ‘ঢাকা-১৮ সংসদীয় এলাকা’ উল্লেখ করে ব্যানার প্রদর্শন করা হয়। এ ঘটনায় ‘ছাত্রজনতা’র পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
বিক্ষোভ চলাকালে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান শোনা যায়। অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রমাণ করে আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারাকে বিপন্ন করছে।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও নিজস্ব অবস্থান তুলে ধরা হয়। শুক্রবার ভোরে উত্তরা এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল করেন এবং একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ করেন। এই ভিডিওতে দলটির পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।
এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানাতেও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মিছিল করেছে একই দাবিতে। ফলে রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।