বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন
বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ঢাকা

শুক্রবার সকালে ঢাকার বায়ুর মান বিশ্বের সবচেয়ে দূষিত হিসেবে রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) স্কোরে রাজধানীর অবস্থান ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। বায়ুর এই মান জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।  


ঢাকার ঠিক পরেই তালিকায় রয়েছে ভিয়েতনামের হো চিন মিন সিটি, যার স্কোর ২১৬। তালিকার শীর্ষ পাঁচের মধ্যে আরও রয়েছে নেপালের কাঠমুন্ডু (১৯৩), ভারতের দিল্লি (১৯০) এবং কম্বোডিয়ার নম পেন (১৮৯)। এসব শহরেও বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।  


বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইনডেক্স নির্ধারণ করা হয় পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে, যা বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।  


আইকিউএয়ার স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় হিসেবে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।  


বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ শীতকালে আরও বাড়ে। বায়ুর গুণগত মান হ্রাস পাওয়ার মূল কারণ হলো নির্মাণকাজ, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া এবং যানবাহনের নির্গমন। শীতকালে বাতাসের গতি কম থাকায় দূষিত উপাদানগুলো বাতাসে জমা হয়ে যায়, যা বায়ুদূষণের মাত্রা বাড়ায়।  


বায়ুর মানের এমন পরিস্থিতি ঢাকাবাসীর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, বায়ুদূষণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার এবং দূষিত এলাকা এড়িয়ে চলা প্রয়োজন।  


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দূষিত বায়ুর কারণে হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।  


ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটা বন্ধ, নির্মাণকাজে ধুলো নিয়ন্ত্রণ, এবং পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের সঠিক নীতিমালার বাস্তবায়নই পারে দূষণ কমিয়ে ঢাকাকে বসবাসযোগ্য করে তুলতে।