https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জনগণের অধিকার রক্ষায় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির-মির্জা ফখরুল ইসলাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬

শেয়ার করুনঃ
জনগণের অধিকার রক্ষায় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির-মির্জা ফখরুল ইসলাম

নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকট সমাধানে সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে হবে। তিনি জানান, নির্বাচনী সংস্কার নিয়ে দেরি করলে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে এবং এতে সংকট আরও তীব্র হবে।  

গতকাল জাতীয় প্রেস ক্লাবে শহিদ আসাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুব উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন হাবিবুর রহমান রিজু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, জোনায়েদ সাকি, খন্দকার লুত্ফর রহমানসহ অন্যান্যরা। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের সুযোগ না পাওয়ায় জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের অধিকার হারিয়েছে। তাই দ্রুত নির্বাচন আয়োজন করা জরুরি।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, সময়ক্ষেপণের ফলে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবং জনগণের চাহিদা পূরণ হচ্ছে না। নির্বাচন দেরি করলে সমাজে বৈষম্য আরও বাড়বে। তিনি সরকারের কাছে আশা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারকে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনটি কেবল ক্ষমতায় যাওয়ার একটি মাধ্যম নয় বরং এটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

তিনি উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া বন্ধপ্রায় এবং স্বাস্থ্যখাতে সেবা ভেঙে পড়েছে। এসব সমস্যার সমাধান অতীতের ভুলের সংশোধন ও নতুন উদ্যোগের মাধ্যমে করতে হবে। তিনি বলেন, নির্বাচন দ্রুত হলে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ছাত্র অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুঃখজনক হলেও সত্য, সমাজের বর্তমান পরিস্থিতিতে আমরা এখনো এমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না যা জনগণের আশা পূরণে কার্যকর। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যেসব দল একসঙ্গে কাজ করছে, তাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

মির্জা ফখরুল আরও বলেন, আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি, যা পরিবর্তন বা পরিবর্ধন করতে হলে তা আলোচনার ভিত্তিতে করা যেতে পারে। তবে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করা দরকার। তিনি বলেন, উনসত্তরের আন্দোলন থেকে শুরু করে অসংখ্য জীবনদানই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন পূরণের জন্য।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ন্যূনতম বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।  

সভায় অংশগ্রহণকারীরা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে নিরপেক্ষ সরকারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনা, রেহানাসহ পরিবারের সদস্যদের এনআইডি বন্ধের নির্দেশ

শেখ হাসিনা, রেহানাসহ পরিবারের সদস্যদের এনআইডি বন্ধের নির্দেশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের। নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ সিদ্ধান্ত কার্যকর করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করার প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশে হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। নথিপত্র

রাজধানীতে পৃথক অভিযানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তারা রাজধানীতে ঝটিকা মিছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন ডিবি বিভাগ অভিযান চালিয়ে

ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে বিএনপি, একমত নয় দলটির স্থায়ী কমিটি

ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে বিএনপি, একমত নয় দলটির স্থায়ী কমিটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে তাদের দল একমত নয়। এই প্রস্তাবে বলা হয়েছে যে, একই ব্যক্তি সরকারের প্রধান এবং দলের প্রধান হতে পারবেন না। তবে বিএনপি এ বিষয়ে উন্মুক্ত অবস্থানে থাকার প্রস্তাব দিয়েছে।  রোববার (২০ এপ্রিল) কমিশনের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন আহমদ এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা দেখি

ঢাকায় ফের রাজপথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ঢাকায় ফের রাজপথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীতে আবারও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই হঠাৎ এই মিছিল রাজধানীবাসীর নজর কেড়েছে। রবিবার সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে দিতে মিরপুর সড়ক প্রদক্ষিণ

বিএসএফের বর্বরতা নিয়ে প্রশ্ন তুলে কড়া বার্তা দিলেন জামায়াত আমির

বিএসএফের বর্বরতা নিয়ে প্রশ্ন তুলে কড়া বার্তা দিলেন জামায়াত আমির

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে যুবক হাসিনুরের মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভুট্টার পাতা সংগ্রহ করা অবস্থায় হাসিনুরকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা বুকের উপর পা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘটনা তুলে