ব‌রিশালে সমাবেশের অনুম‌তি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৩১শে অক্টোবর ২০২২ ০৫:২৯ অপরাহ্ন
ব‌রিশালে সমাবেশের অনুম‌তি পেল বিএনপি

বরিশালে আগামি ৫ নভেম্বর বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জসীম উদ্দিন হায়দার সোমবার বিকেলে এসব নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘৭ নভেম্বর এক‌টি অনুষ্ঠান আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কার‌ণে উদ‌্যানের এক‌টি অংশ ছেড়ে দিয়ে তাদের (বিএনপি) সমাবেশ করার জন‌্য বলা হয়েছে।’


ব‌রিশাল মহানগর বিএন‌পির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ‌্যান) সমাবে‌শের জন‌্য অনুম‌তি চেয়ে‌ছি‌লাম। বিকেল ৩টার দিকে ডি‌সি সা‌হেব ফোন করে অনুম‌তির বিষয়‌টি জা‌নিয়েছেন। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।’


এদিকে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বরিশাল নগরীজুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে রাস্তা। প্রতিদিনই চলছে প্রস্তুতি সভা; সড়কে সড়কে ঘুরে বিতরণ করা হচ্ছে লিফলেট।


বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ‘আমরা মুক্তির আন্দোলনে নেমেছি। বর্তমান সরকারের জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে হবে। এই লক্ষ্যে আমাদের চলমান আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।’


দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘বরিশালে বিভাগীয় সমাবেশের জন্য আমরা প্রস্তুত। কোনো বাধাই আমাদের নেতা-কর্মীদের আটকে রাখতে পারবে না।’


নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা দেয়ার জন্য যানবাহন বন্ধের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা যাতে সমাবেশে না আসতে পারে তার জন্য ইনডাইরেক্টলি বাস, থ্রিহুইলার বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে সমাবেশের আগের ও পরের দিন। এতে কোনো কাজ হবে না। আমাদের নেতা-কর্মীরা হেঁটে যোগ দেবে সমাবেশে।’