সেন্টমার্টিন দ্বীপে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩২ অপরাহ্ন
সেন্টমার্টিন দ্বীপে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন

দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বীপ উপজেলা সেন্টমার্টিনে পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে।  


বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।


শনিবার ১১ (ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেন্টমার্টিনের পুর্ব পাড়া থেকে পদযাত্রা শুরু হয়ে জেটিঘাট এলাকায় মিলিত হয়। 


এতে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি  নূরুল আলম আরমান'র সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সলিমুল মোস্তফা।


ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির সহ সভাপতি মৌলভী আবদুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাও: আবু তাহের। উপস্থিত ছিলেন, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাওঃ নূর মোহাম্মদ,   সেন্টমার্টিন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হক, সেন্টমার্টিন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জু মেম্বার, সাবেক ছাত্র নেতা সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সিঃযুগ্ম সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খোমেনি, ফেরদাউস অভি সাবেক  সহ দপ্তর সম্পাদক টেকনাফ উপজেলা, সাবেক ছাত্র নেতা রফিক সায়েম,  টেকনাফ পৌরসভা শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ ইকবাল। সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ আর অসংখ্য ছাত্রনেতা।  সেন্টমার্টিন যুবদলের সাবেক সভাপতি নজরুল। 


সদস্য সচিব মোঃ আমিন। শ্রমিকদলের আহবায়ক মোঃ আবদুল্লাহ সেন্টমার্টিন সেচ্ছাসেবক দলের আহবায়ক নাছির। সেচ্চাসেবক দলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন।  হ্নীলা বিএনপি নেতা মো. আয়ুব প্রমুখ।


সভায় বক্তারা বলেন বর্তমান অবৈধ ভোট চোর সরকার তেল গ্যাসসহ দ্রব্যমুল্য বৃদ্ধি করে সাধারন মানুষকে হয়রানি করে যাচ্ছে।  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।