দেশের মানুষ আজ শান্তিতে নেই: বরিশালে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৪শে ডিসেম্বর ২০২২ ০৬:৩৯ অপরাহ্ন
দেশের মানুষ আজ শান্তিতে নেই: বরিশালে আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের কারনে দেশের মানুষ আজ শান্তিতে নেই, কথা বলার স্বাধীনতা নেই। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার।’ 


শনিবার সকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলীয় সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপির গণ-মিছিল উপলক্ষে ওই সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণ-মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ বিএনপি ও অংশসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।