পিআর পদ্ধতিতে জাতীয় সরকার গঠনের আহ্বান চরমোনাই পিরের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ০:৪২

শেয়ার করুনঃ
পিআর পদ্ধতিতে জাতীয় সরকার গঠনের আহ্বান চরমোনাই পিরের

জাতীয় সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।  

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মুনতাসির আহমদ।  

চরমোনাই পির বলেন, ‘আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো ফ্যাসিস্ট সরকারের জন্ম দিয়েছে। আমরা আর এ ধরনের নির্বাচন চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এমন একটি জাতীয় সরকার চাই, যা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতিকর।’  

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি, যেন কোনো সিদ্ধান্ত মানুষের বিশ্বাস ও আক্বিদার পরিপন্থী না হয়। এর আগে আপত্তি জানানো সত্ত্বেও একজন উপদেষ্টা সরানো হয়নি। আশা করি, সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’  

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

চরমোনাই পির আরও উল্লেখ করেন, ‘১৬ বছরের ক্ষমতার অভিজ্ঞতা এবং ৫৩ বছরের জাতীয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে।’  

সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক প্রয়োগ সম্ভব নয়।  

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পিআর পদ্ধতির মাধ্যমে সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়ন হলে এটি দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ প্রক্রিয়া চালু করতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত প্রয়োজন।  

জাতীয় ঐক্য ও সুশাসনের লক্ষ্যে পিআর পদ্ধতি কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে আলোচনা এখন আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

২০২৬ ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই: বিএনপি মহাসচিব

২০২৬ ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই: বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই আয়োজন করতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।” শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে

আইনজীবী সমাজকে কটূক্তি: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

আইনজীবী সমাজকে কটূক্তি: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক জনসভায় আইনজীবী সমাজকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ও ভুল’ বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বিষয়টি স্পষ্ট করেন। লিখিত বক্তব্যে ফরহাদ জানান, গত ৫ নভেম্বর

ফখরুলের বার্তা: বিএনপিকে অবজ্ঞা বিপদের কারণ

ফখরুলের বার্তা: বিএনপিকে অবজ্ঞা বিপদের কারণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করলে ভুল হবে। নির্বাচন ও গণভোটের দিনেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।” ফখরুল বলেন, বিএনপি মেজর জেনারেল জিয়াউর রহমানের দল, আপসহীন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন — হাসনাত

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন — হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা গুলি, দুর্নীতি, ঘুষ এবং অনিয়ম থেকে নিরাপদ থাকতে চান— তারা এনসিপিতে যোগ দিন।” বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত তিন পার্বত্য জেলার এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অতীতে যারা রাজনৈতিক নির্যাতন, জুলুম, হয়রানির শিকার হয়েছেন, এনসিপি তাদের পাশে দাঁড়াবে। তিনি

৭ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

৭ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট শক্তি’ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব