প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ০:৪২
জাতীয় সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মুনতাসির আহমদ।
চরমোনাই পির বলেন, ‘আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো ফ্যাসিস্ট সরকারের জন্ম দিয়েছে। আমরা আর এ ধরনের নির্বাচন চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এমন একটি জাতীয় সরকার চাই, যা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি, যেন কোনো সিদ্ধান্ত মানুষের বিশ্বাস ও আক্বিদার পরিপন্থী না হয়। এর আগে আপত্তি জানানো সত্ত্বেও একজন উপদেষ্টা সরানো হয়নি। আশা করি, সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’
চরমোনাই পির আরও উল্লেখ করেন, ‘১৬ বছরের ক্ষমতার অভিজ্ঞতা এবং ৫৩ বছরের জাতীয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে।’
সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক প্রয়োগ সম্ভব নয়।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পিআর পদ্ধতির মাধ্যমে সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়ন হলে এটি দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ প্রক্রিয়া চালু করতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত প্রয়োজন।
জাতীয় ঐক্য ও সুশাসনের লক্ষ্যে পিআর পদ্ধতি কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে আলোচনা এখন আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।