প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২২:৫

ইলিশের হাহাকারে যখন উপকূলের জেলেরা দিশেহারা, তখন বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ফিরে এসে পটুয়াখালীর আলীপুরে ৬৫ মণ ইলিশ নিয়ে এসেছে একটি মাছ ধরার ট্রলার। রোববার (১৩ জুলাই) দুপুরে ‘এফবি সাদিয়া-২’ নামের ওই ট্রলারটি মাছ নিয়ে পৌঁছায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে মেসার্স খান ফিস নামে একটি আড়তে খোলা ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়। পুরো চালান বিক্রি হয়েছে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায়।
