মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জল। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, একেএম রওশনুল ইসলাম, মামুন, ফরিদুল, তান্না, হাসিবুল, মিঠু, সুমন, মিলন, মোস্তাক, তাজুল ইসলাম, আ. বারী তুহিনসহ জেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও রিকশা-ভ্যান শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপিকে দুর্বল করতে দেশজুড়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। স্বাধীনতাবিরোধী একটি চক্র এবং একটি নতুন রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। জামাত-শিবির ও রাজাকারদের মদদে হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, বিএনপি কখনো অপরাধীকে রক্ষা করে না। দলের কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তারা মিটফোর্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।