প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ২০:১৩
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তার নামে কোনো লকার সুবিধা থাকলে তা ব্যবহারেরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার (১৪ অক্টোবর) এই সিদ্ধান্ত জানিয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মমতাজের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাবও স্থগিত রাখতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য এসব হিসাবের লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মমতাজের ব্যাংক হিসাব সংক্রান্ত দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী, দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার মতো মমতাজও আত্মগোপনে ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। তবে গত রোববার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ফিরে এসেছেন তিনি। ওই ভিডিওতে তিনি তার পরিচিত একটি গান পরিবেশন করেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মমতাজ, সরকার পতনের পর থেকে রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছেন। তার ব্যাংক হিসাবের জব্দের ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি রাজনৈতিক প্রতিহিংসার অংশ নাকি অন্য কোনো কারণে।
এদিকে, মমতাজের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠতে পারে। মমতাজের ফিরে আসার পরও তার অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকা- নিয়ে সংশয় কাটছে না।
এ পরিস্থিতিতে মমতাজ বেগম ও তার পরিবারের জন্য এটি একটি কঠিন সময়। তারা আশা করছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং তিনি আবারও তার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।