প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১৭:০
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে এজিদ বাহিনীর সঙ্গে তুলনা করে বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন পৈশাচিক দমন-পীড়ন চালিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনের ভাঁওতা দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছে, গুম, খুন, দমনপীড়ন এবং অর্থপাচারের মাধ্যমে দেশে শোষণের রাজত্ব কায়েম করেছে। তার দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যখন পালিয়ে গেছেন, তখন তাদের পৈশাচিক দমনপীড়ন ছিল কারবালার এজিদ বাহিনীর মতো। আশুরার দিনে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়েই কারবালার ময়দানে তাঁর শাহাদাত হয়, সেই আত্মত্যাগ আমাদের সংগ্রামে চিরকাল প্রেরণা জোগাবে। তিনি আহ্বান জানান, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আগ পর্যন্ত কারবালার চেতনা সামনে রেখে সবাইকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বার্তায় তারেক রহমান আরও বলেন, ১০ মহররম মুসলমানদের জন্য একটি স্মরণীয় দিন, যেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) শাহাদাত বরণ করেন। এটি শোক, আত্মত্যাগ এবং প্রতিবাদের এক প্রতীকী দিন, যা মুসলমানদের মধ্যে ন্যায় ও সত্যের জন্য জীবন উৎসর্গের শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, এই দিনটি কেবল ধর্মীয় নয়, রাজনৈতিক ও নৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হওয়া উচিত।
তারেক রহমান বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার জন্য ন্যায়, তাকওয়া এবং মানবিক মর্যাদার বার্তা দেয়। সেই আদর্শ অনুসরণ করে বাংলাদেশে অবিচার ও স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। এসময় তিনি সকলকে আহ্বান জানান, এই দিনে আত্মত্যাগের মহিমা স্মরণ করে দেশ ও জাতির কল্যাণে সাহস ও দৃঢ়তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।