শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোন নির্বাচন নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: শনিবার ২০শে মে ২০২৩ ০৮:০২ অপরাহ্ন
শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোন নির্বাচন নয়: মির্জা ফখরুল

দশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে লালমনিরহাটে বিএনপির জনসভায় এক জনসভায় তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোন নির্বাচন নয়। 


শনিবার বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।


প্রধান অতিথি বক্তব্য তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে এবং দেশে বিএনপি নেতাকর্মীদের প্রায় ৪০ হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার, এসময় তিনি বেগম খালেদা জিয়ার নিশ্বর্ত মুক্তি দাবী করেন, বক্তব্যে আরো বলেন বিদেশি কুটনৈতিকদের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া সঠিক হয়নি এবং দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধগতিতে দেশের মানুষ আজ দিশে হারা হয়ে পরেছে। দ্রব্য মুল্যে নিয়ন্ত্রণ করতে এসরকার ব্যর্থ বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।


এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতৃবৃন্দ।