প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোনো প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ১১ মে, রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই বিষয়টি তুলে ধরেন।
শফিকুল আলম তার পোস্টে বলেন, তিনি বিশ্বাস করেন না যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায় বিলাপ করবে। তিনি আরো বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং গত জুলাই মাসে আন্দোলনকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
তিনি যুক্ত করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রতিকূল প্রতিক্রিয়া আশা করা উচিত নয়, কারণ বহু পশ্চিমা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার নজির রয়েছে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি তাদের দেশে নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করেছিল, এবং স্পেন ও বেলজিয়ামে কিছু রাজনৈতিক দলকে অবসানমূলক কার্যকলাপের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
শফিকুল আলম আরো লেখেন, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের নেতা ও দলের সদস্যদের মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। তাদের কার্যকলাপ বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতি করেছে। তিনি দাবি করেন যে, আওয়ামী লীগের সদস্যরা ব্যাংক লুটে অংশ নিয়েছে এবং বিদেশে বিপুল পরিমাণ তহবিল পাচার করেছে।
প্রেস সচিবের মতে, এমন কার্যকলাপের পর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বা সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না। তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো বিরোধী প্রতিক্রিয়া প্রত্যাশা করার কোনো কারণ নেই।
এদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর, রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। তবে, শফিকুল আলমের মতে, এই নিষেধাজ্ঞা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনকল্যাণে অবদান রাখবে।