প্রকাশ: ১১ মে ২০২৫, ১৭:৪৫
হবিগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজি ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় নিজাম উদ্দিন (২৭) নামের একজন চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় তাকে গোবিন্দগঞ্জ এলাকায় থেকে গ্রেফতার করা হয়। আটক হওয়া নিজাম উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন বিশ্বনাথ যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজি ভাড়া করে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর সে চালককে জানায়, আরও দুজন যাত্রী উঠবে বলে গাড়ি থামাতে। চালক গাড়ি থামিয়ে নামলে নিজাম তার সঙ্গে থাকা অন্য চাবি দিয়ে সিএনজি চালিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি বুঝে উঠতেই চালক মোটরসাইকেল নিয়ে নিজামকে ধাওয়া করেন। বিশ্বনাথ সড়কে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হন চালক। পরে নিজামকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নেওয়া হলে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে নিজাম উদ্দিন সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং জানায়, তার সঙ্গে আরও তিনজন এই চক্রে জড়িত। এরপর শ্রমিক নেতারা তাকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে।
স্থানীয়দের মতে, এলাকায় সম্প্রতি সিএনজি চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ৬ ফেব্রুয়ারি রাতে পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪টি সিএনজি চুরি হয়েছিল। এরপর বসিয়াখাউরি গ্রাম থেকে আরও একটি সিএনজি চুরি হয়।
এইসব ঘটনার পেছনে একটি সুসংগঠিত চোর চক্র কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। নিজাম উদ্দিনের গ্রেফতার সেই চক্রের বড় অংশ উন্মোচনের পথ খুলে দিয়েছে। পুলিশ তার দেওয়া তথ্যমতে বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী জানান, নিজাম উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে। এলাকাবাসীর সহযোগিতায় দ্রুতই পুরো চক্র ধরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।