প্রকাশ: ১১ মে ২০২৫, ১৭:৪৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে পুলিশের এক সফল অভিযান থেকে বেরিয়ে এলো মাদকের ভয়াবহ চিত্র। শহরের শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন কলোনিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এক নারীকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতের এই অভিযানে নেতৃত্ব দেন থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন এবং এসআই সুজন কান্তি পাল।
অভিযানে মূলত খাটের নিচ থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা এবং তিন পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় গ্রেফতার করা হয় শাহিদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে। তিনি শাপলাবাগ এলাকার মৃত ফুল মিয়ার স্ত্রী হিসেবে পরিচিত। এই তল্লাশি ও গ্রেফতার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এছাড়াও, একই এলাকায় জাহানারা বেগম নামের এক নারীর টং দোকানের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয় আরও চার মাদক ব্যবসায়ীকে। তারা হলেন শাহীবাগ এলাকার মোঃ মিঠুন মিয়া, কালাপুর গ্রামের মোঃ ছুরুক মিয়া, কালিঘাট রোডের মোঃ মিরাজ মিয়া এবং শাপলাবাগ এলাকার মোঃ লিটন মিয়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ইয়াবা ট্যাবলেট।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ীই শাহিদা বেগমের বাসায় অভিযান চালানো হয়। তার ঘরে গোপন করে রাখা মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। এই অর্থ মাদক বিক্রয়লব্ধ বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় স্থানীয় যুবকদের সহযোগিতা ছিল পুলিশের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক।
থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল এই কলোনিকে কেন্দ্র করে মাদক ব্যবসা চলছিল। পুলিশের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে এবং সমাজের সবস্তরের মানুষের সহায়তা কাম্য।
এলাকাবাসীর প্রত্যাশা, এমন অভিযান আরও জোরালোভাবে চালানো হলে শ্রীমঙ্গল শহর মাদকমুক্ত হতে পারবে। প্রশাসনের প্রতি তারা ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।