প্রতিদিন একটু একটু করে শিথিল করা হচ্ছে করোনা নিয়ম। এর মধ্যেই আজ শি জিন পিং সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' নামে একটি সরকারি অ্যাপ বন্ধ হতে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চিন সরকারের তরফে আজ 'উই চ্যাট' পোস্টে জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকে 'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' অ্যাপটি বন্ধ হয়ে যাবে। অ্যাপটি ২০২০ সালে মহামারীর শুরুতে চালু করা হয়েছিল। কোথাও কোনো দরকারে যেতে হলে ওই অ্যাপে আগে মোবাইল নম্বর দিয়ে তাতে লগ ইন করে দেখতে হতো, সেখানে কতটুকু করোনার ঝুঁকি রয়েছে।
'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' নামে একটি সরকারি অ্যাপ বন্ধ হতে চলেছে।
সম্প্রতি বেইজিংয়ে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় শি জিন পিং সরকার কঠোর হয়েছে। উরুমছির একটি আবাসনে আগুন লেগে প্রায় দশ জনের মৃত্যুর পরে অভিযোগ ওঠে, বিচ্ছিন্নবাসে চলাফেরা নিয়ন্ত্রণে রাখতে আবাসনটি বাইরে থেকে বন্ধ রাখা হয়েছিল। তারা বের হতে না পেরে পুড়ে মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাপের মুখে সরকার পিছিয়ে যেতে শুরু করে। প্রাথমিকভাবে বেশ কিছু জায়গায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার সংখ্যাও কমেছে।
সম্প্রতি বেইজিংয়ে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় শি জিন পিং সরকার কঠোর হয়েছে।
জানা গেছে, চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, এখনও সতর্কতা বজায় রাখতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।