শৃঙ্খলার অভাবে সহিংসতা বাড়ছে রাজনৈতিক দলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ২২:১৮

শেয়ার করুনঃ
শৃঙ্খলার অভাবে সহিংসতা বাড়ছে রাজনৈতিক দলে

রাজনৈতিক দলগুলোর ভেতর শৃঙ্খলা না থাকায় সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কেন্দ্রের নমনীয় ভূমিকার কারণে দিন দিন তৃণমূল নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বলেও মনে করেন তারা।

 

দেশে সম্প্রতি বেড়েছে আধিপত্য বিস্তার নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব-সংঘাত। নির্বাচন, ক্ষমতা বিস্তার আর অর্থ আয়কে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে। এমন কি নিজ দলের ভেতর থাকা অন্তঃকোন্দল রূপ নিচ্ছে ভয়াবহ সংঘর্ষে ঘটছে প্রাণহানি।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত ৬ বছরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৭১০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬৩৫ জন। আহত হয়েছেন ৪১ হাজারের বেশি। সবশেষ কুমিল্লা ও মৌলভীবাজারে দলীয় কোন্দলের জেরে সহিংসতায় প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগের ৩ নেতা। ইউপি নির্বাচনের বিভিন্ন ধাপে সহিংসতায় প্রাণ গেছে অর্ধশতের বেশি মানুষের। এমন অবস্থাকে অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

সমাজ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, তাদের দলে যে নীতিমালা রয়েছে, গঠনতন্ত্র রয়েছে বা গঠন প্রণালি রয়েছে সে অনুসারে দলগুলো পরিচালিত হয় না। বিলম্বিত পদক্ষেপ বা কার্যক্রম করে কোনো লাভ নেই। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এটি যদি করতে না পারে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।         

রাজনৈতিক দলগুলোর ভেতর গঠনতন্ত্র না মানা ও নীতি নির্ধারকদের মনিটরিংয়ের অভাবকে দুষছেন বিশ্লেষকরা। অপরাধ বিশ্লেষক বলেন, নীতি নির্ধারক যারা আছেন, যারা পলিসি তৈরি করছেন, দলের কাঠামোর উপরে যাদের অবস্থান তারা যদি শক্ত হাতে যারা অপরাধ করছেন বা দুর্বৃত্তায়ন করছেন তাদের যদি সঠিকভাবে সাংগঠনিকভাবে শাস্তি দিতে পারেন। তাহলে কিন্তু দায়িত্বশীলতা বাড়বে, তাহলে রাজনৈতিকদলগুলোর ওপর সাধারণ জনগণের আস্থা বাড়বে।

        

আগামী সংসদ নির্বাচন মাথায় রেখে প্রতিটি রাজনৈতিক দলে শুদ্ধি অভিযান চালানোর পরামর্শও তাদের।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আইনজীবী সমাজকে কটূক্তি: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

আইনজীবী সমাজকে কটূক্তি: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক জনসভায় আইনজীবী সমাজকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ও ভুল’ বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বিষয়টি স্পষ্ট করেন। লিখিত বক্তব্যে ফরহাদ জানান, গত ৫ নভেম্বর

ফখরুলের বার্তা: বিএনপিকে অবজ্ঞা বিপদের কারণ

ফখরুলের বার্তা: বিএনপিকে অবজ্ঞা বিপদের কারণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করলে ভুল হবে। নির্বাচন ও গণভোটের দিনেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।” ফখরুল বলেন, বিএনপি মেজর জেনারেল জিয়াউর রহমানের দল, আপসহীন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন — হাসনাত

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন — হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা গুলি, দুর্নীতি, ঘুষ এবং অনিয়ম থেকে নিরাপদ থাকতে চান— তারা এনসিপিতে যোগ দিন।” বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত তিন পার্বত্য জেলার এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অতীতে যারা রাজনৈতিক নির্যাতন, জুলুম, হয়রানির শিকার হয়েছেন, এনসিপি তাদের পাশে দাঁড়াবে। তিনি

৭ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

৭ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট শক্তি’ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব

গণভোট দাবিতে পল্টনে হাজারো মানুষের শান্তিপূর্ণ জাগরণ

গণভোট দাবিতে পল্টনে হাজারো মানুষের শান্তিপূর্ণ জাগরণ

রাজধানীর পল্টন এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা গোষ্ঠীবদ্ধভাবে রাস্তায় নামে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘোষণার পর গণভোটের দাবিতে এটি দলটির অন্যতম বৃহৎ মিছিল হিসেবে বিবেচিত হচ্ছে। বেলা সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের